দেশজুড়ে লকডাউন চলছে। টানা ২১ দিন ঘরবন্দি থাকা অনেকের কাছেই যথেষ্ট চাপের হয়ে যাচ্ছে। বিশেষ করে ইয়াং জেনারেশন বোর ফিল করছে। এই সময় কেউ পড়াশোনা, কেউ সিনেমা দেখে সময় পাস করছে। যারা এক প্রকার লকডাউন এ আছেন তাদের জন্য সানিলিওনের নতুন ধামাকা। এই সময়ে আপনি কি চান সানির সঙ্গে একসাথে লকআপে থাকতে? আপনি যদি সানি লিওনের সাথে একসাথে থাকতে চান তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। লকডাউন কেটে গেলে এই সুযোগ আপনি নাও পেতে পারেন।
সানিলিওন জানিয়েছেন আপাতত তিনি প্রতিদিন দুপুরবেলা ইনস্টাগ্রামে অনলাইন হবেন। সেখানে তার ফ্যান ফলোয়ারদের সাথে ভিডিও চ্যাট থেকে শুরু করে এই সময়কার সবকিছুই শেয়ার করবেন। আর এই খবর প্রচার হয়ে যেতেই সানি লিওনের ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শেষ নেই। সানিলিওন জানিয়েছেন এই প্রোগ্রামটি একেবারেই তার নিজস্ব মস্তিষ্কপ্রসূত। যার নাম দেয়া হয়েছে সানির সাথে লকআপে। অন্যদিকে কিছু মানুষ বলছেন এখন শুটিং বন্ধ কোন কিছু কাজ করার উপায় নেই তাই ঘরে বসে রোজগারের রাস্তা পাকা করে নিচ্ছেন এই লাস্যময়ী নায়িকা।