লকডাউন রক্ষা হোক, সাধারণ মানুষ মাস্ক ব্যবহার করছেন কিনা, কনটেইনমেন্ট জোনে ‘হোম ডেলিভারির’ দায়িত্বই হোক – পুলিশকর্মীদের এই পরিস্থিতিতে সব সময় সামনের সারি থেকে লড়াই করতে দেখা গেছে। তাই স্বাভাবিকভাবেই তাদের উপরই আক্রমণ হেনেছে করোনা। তাঁদের মধ্যে করোনা সংক্রমণ ছড়াচ্ছে হুহু করে। করোনা রুখতে লকডাউনের শুরু থেকেই একেবার দিনরাত রাস্তায় নেমে কাজ করে চলেছে কলকাতা পুলিশের কর্মী-অফিসাররা। করোনা রীতিমতো জাঁকিয়ে বসেছে কলকাতা পুলিশের অন্দরে। জানা গিয়েছে, শুধুমাত্র বুধবারই করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের ৩০ জন কর্মী। মোট আক্রান্তের সংখ্যা ৬৭২। (Image Source:Google)
লালবাজার সূত্রে খবর, শেষ চারদিনে কলকাতা পুলিশের ১০০ জন কর্মী-অফিসার আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। তবে, আশার খবর একটাই এতদিনের মধ্যে ৫১২ জন পুলিশকর্মী করোনাকে জয় করে বাড়িও ফিরে গিয়েছেন। তাঁরা আবার কাজে ফিরছেন সময় অনুপাতে। আসলে পুলিশকর্মীদের এই সময় দায়িত্ব বেড়েছে কয়েকগুণ। কিছু পুলিশকর্মীকে হোম কোয়রান্টিনে রাখা হয়েছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে চারু মার্কেট থানার সাত জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এন্টালি থানা থেকে দু’জন আক্রান্ত হওয়ার খবর এসেছে। (Image Source:Google)