রাজ্য

সম্পূর্ণ লকডাউন এর পথে রাজ্যের বেশ কিছু এলাকা, কোন কোন এলাকা? দেখে নিন।

ভারতবর্ষে ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা সারাদেশের মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিদিনই হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছে। রাজ্যে ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে ১০০ ছুঁয়েছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যকে বঁাচাতে আটকাতে কঠোর পদক্ষেপ করার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের একটি বড় অংশ পাঁচটি পরিবার থেকে এসেছে। তাই এখনো যদি নির্দিষ্ট এলাকা গুলিকে বাকি এলাকা থেকে আলাদা করে ফেলা যায় তাহলে হয়তো রাজ্যকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া যাবে।

নবান্ন সূত্রে জানা গেছে ১০ থেকে ১২ টি এলাকাকে হট স্পট হিসেবে চিহ্নিত করে সেই এলাকাগুলিতে সম্পূর্ণ লকডাউন চালু হতে চলেছে। সম্পূর্ণ অর্থ এলাকাগুলিকে চিহ্নিত করে প্রশাসন একেবারে ঘিরে ফেলবে। তারপর কোন মানুষ কোন প্রয়োজনে বাড়ির বাইরে আসতে পারবে না এবং ওই এলাকাতেও বাইরের কোন মানুষ ঢুকতে পারবে না। যার যা প্রয়োজন প্রশাসন গিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যে সাতটি হটস্পট চিহ্নিত হতে পারে বলে জানা গেছে, কলকাতা, হাওড়া, হলদিয়া, কালিম্পঙ, এগরা, তেহট্ট। সরকারি হিসাবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫। এখন সরকারের প্রধান উদ্দেশ্য হটস্পট গুলিকে সম্পূর্ণ আলাদা করে যত দ্রুত সম্ভব করোনার মোকাবিলা করা।

Loading

Leave a Reply