বিশ্ব

১০৭ বছর বয়সে সুস্থ হয়ে করোনাকে চ্যালেঞ্জ জানালেন বৃদ্ধা

ইরানে ঘটে গেল চমকে দেবার মত এক ঘটনা। সেখানে ১০৭ বছর বয়সী এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে নিয়ে আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু সুলতানা আকবরী নামের ওই বৃদ্ধা নিজে তো সুস্থ হয়েছেনই, পথ দেখিয়েছেন গোটা বিশ্বকে।

ইরানের আরাক শহরের ঘটনা এটি। দিনকয়েক আগেই ওই এলাকার খানসারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরে সংক্রমণ রয়েছে প্রমাণ পেয়েই চিকিৎসকরা তাকে আইসোলেশানে নিয়ে যান। সম্পূর্ণ আইসোলেশানে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে থাকেন আকবরী।

বাচ্চা এবং বয়স্কদের করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি বেশি রয়েছে। এ কারণে এ ভাইরাস থেকে বয়স্কদের বিশেষভাবে সুরক্ষিত থাকতে বলা হচ্ছে বার বার। কিন্তু সেই ভয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমত সুস্থ হয়ে করোনা কে চ্যালেঞ্জ জানালেন এই বৃদ্ধা। ইরানে বারবার বয়স্ক মানুষরা বুঝিয়ে দিচ্ছেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক থাকলে করোনা কে সহজে জয় করা যায়।

স্বাস্থ্যকর্মীরা বলছেন, পুরনো খাদ্যাভ্যাসের কারণে আকবরীর রোগ প্রতিরোধ ক্ষমতা হার মানাবে ২৫ বছরের যুবককেও। অবশ্য স্রেফ আকবরীই নন, এর আগেও তেহরান থেকে ১৮০ তকিলোমিটার দূরে সেমনান নামক এক হাসপাতালে সেরে উঠেছিলেন ১০৩ বছর বয়সী এক ইরানীয় নারী। সেরে উঠেছেন ৯১ বছর বয়সী বৃদ্ধও, তাঁর হাঁপানিও ছিল।

Loading

Leave a Reply