লকডাউনের পরই হোটেলে কাজ হারিয়েছিলেন মুম্বইয়ে কর্মরত কাটোয়ার যুবক। তারপর থেকে বাড়ি ফেরার জন্য অনেক চেষ্টা করেও ফিরতে পারেননি। অবশেষে পায়ে হেঁটে ফেরার সিদ্ধান্ত নেন। অবশেষে ১০ দিনের চেষ্টায় পায়ে হেঁটে শুক্রবার মুম্বই থেকে কাটোয়া এসে পৌঁছন মুর্শিদাবাদ জেলার নওদা থানার মধুপুর গ্রামের বাসিন্দা হোটেল কর্মী সেলিম মণ্ডল। এদিন কাটোয়া মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার পর ফের পায়ে হেঁটেই মুর্শিদাবাদ ফিরে যান তিনি। রাতের দিকে তিনি সেখানে পৌঁছন।
জানা গিয়েছে, লকডাউনের পর মুম্বই শহরে কাজ হারান সেলিম। তারপর থেকে সেখানেই কষ্ট করে কোনওরকমে দিনযাপন করেন। বাড়ি ফেরার আর কোনও উপায় না দেখে শেষে ৫ মে থেকে হাঁটা শুরু করেন। এদিন কাটোয়া পৌঁছন। সেলিম বলেন, আমি হোটেলে কাজ করতাম। কিন্তু লকডাউনের পর হোটেল বন্ধ হয়ে যায়। বেতন না দিয়েই বাড়ি ফিরে যেতে বলেন মালিক। তারপরেই হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই। নিজের জেলায় ঢুকতে পেরে ভালো লাগছে।