দেশ

ব্রেকিং নিউজ:- আবারো দুর্ঘটনায় প্রাণ গেল ২১ জন পরিযায়ী শ্রমিকের

যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট নির্মাণ হয়েছে সেই দধীচিরাই শকটের তলায় একের পর এক প্রাণ হারাচ্ছে। যে শ্রমিকরা রাস্তাঘাট, কল-কারখানা, রেল নির্মাণ করছে আজ চরম বিপদের দিনে তারাই একের পর এক বলিদান দিচ্ছে। চার ঘন্টার আগাম ঘোষণায় ভারতবর্ষজুড়ে লকডাউন শুরু হয়েছিল। স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী আটকে পড়ে অপরিকল্পিত লকডাউনের ফলে। মাসের পর মাস আটকে থাকে দেশের বিভিন্ন প্রান্তে উপায়ান্তর না দেখে অনেকেই হাঁটাপথে, বিভিন্ন ট্রাকের মাথায় বাড়ি ফেরার চেষ্টা শুরু করে।

সরকারিভাবে লকডাউনের প্রায় 50 দিন পর যখন স্পেশাল ট্রেন চালু হলো তখন অনেক দেরি হয়ে গেছে। দেশজুড়ে শুরু হয়ে গেছে মৃত্যু-মিছিল। প্রথম আওরঙ্গবাদে 17 জন পরিযায়ী শ্রমিক রেলে কাটা পড়ে মারা গেছেন। এরপর ৬জন শ্রমিক সরকারি বাস দুর্ঘটনায় পড়েছেন। নতুন করে আবার উত্তরপ্রদেশে 21 জন শ্রমিক মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারালো বলে জানা গেছে। উত্তরপ্রদেশের আউরাইয়া এলাকায় একটি ট্রাকে বোঝাই হয়ে শ্রমিকরা ফিরছিলেন বলে জানা গেছে। শ্রমিকরা সকলেই ছিলেন রাজস্থানের বাসিন্দা। উলটো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মারাত্মক দুর্ঘটনায় পড়ে ট্রাকটি 21 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন ও আরো অনেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সমস্ত ঘটনা নিয়ে দেশজুড়ে শ্রমিকদের দুরবস্থার কথা আরো একবার প্রকট হল।

Loading

Leave a Reply