দেশ

৯৭ বছরেও পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত রাজস্থানের ‘তরুণী ‘

খাতায়-কলমে ৯৭ বছর হলে কী হবে, মননে যে তিনি আজও তরুণী। ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনো ফ্যাক্টর নয় তার প্রমাণ হল। এখনো যুবতী বয়সের মতই রয়েছে কাজের উদ্যম। তার যে কোন যৌবন বয়সের ছেলেমেয়েদের তুলনায় কম কিছু নয়। তাই বয়সের সেঞ্চুরি পার করার দোরগোড়ায় এসেও গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের লড়াইয়ে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবেননি রাজস্থানের বিদ্যাদেবী তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে অবশ্য ভোট দিয়েছেন মানুষ। রাজস্থানের শিকার জেলার পুর্নাবাস গ্রাম পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন ৯৭ বছরের তরুণী বিদ্যাদেবী।

প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তার নিকটতম প্রার্থী আরতী মিনাকে ২০৭ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন তিনি। ভোটের ফলাফল বের হওয়ার পর নিজের জয়ে খুশি বিদ্যাদেবী। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমার শরীর-স্বাস্থ্য একেবারে ঠিকঠাক রয়েছে। এই বয়সেও রোজ বেশ কয়েক কিলোমিটার হেঁটে যাতায়াত করতে পারি। আমার এখনও কাজ করতে ইচ্ছে করে। বাড়িতে বসে থাকতে পারি না। পঞ্চায়েতের দায়িত্ব পেলে বিধবাদের ভাতা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব সমস্ত বাড়িতে জলের জোগান নিশ্চিত করার পাশাপাশি রাস্তা তৈরি করে চারপাশের স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হবে। গ্রামের উন্নয়নে সর্বক্ষণ চেষ্টা করব।

Leave a ReplyCancel reply