জেলা

করোনা সতর্কতায় লকডাউনে স্তব্ধ সারা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। এবার সেই সব পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। শুক্রবার রাতে তালডাংরা, সিমলাপাল, ওন্দা এলাকার বাসিন্দা ৪১ জন পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ড থেকে বাঁকুড়ায় ফিরিয়ে আনলো প্রশাসন। বেসরকারি বাসের ব্যবস্থা করে তাদের প্রত্যেককেই বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা কৃষক বাজারে আনা হয়। রাতেই সেখানে প্রত্যেকেরই ‘থার্মাল টেস্ট’ করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরে তাদের আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসকরা।

লকডাউনের কারণে দীর্ঘদিন আটকে পড়া ওই পরিযায়ী শ্রমিকরা প্রশাসনিক উদ্যোগে বাড়ি ফিরতে পেরে ভীষণ খুশি। তালডাংরার জয়দেব বাউরী বলেন, রাঁচি এলাকার একটি মিষ্টি দোকানে কাজ করতাম। খাওয়া দাওয়ার ভীষণ সমস্যা হচ্ছিল। বাঁকুড়া-১ বিএমওএইচ ডাঃ বীরেন্দ্রনাথ সরেন বলেন, এদিন মোট ৪১’ জন পরিযায়ী শ্রমিক বাঁকুড়ায় এসে পৌঁছেছেন। প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করার পর তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে কারও কোনও শারিরীক সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় সরকারী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ।

Loading

Leave a Reply