রাজ্য

আচমকা বন্ধ মাদার ডেয়ারির দুধ সরবরাহ, সমস্যায় সাধারণ মানুষ

মাদার ডিয়ারি ডিস্ট্রিবিউটররা অঘোষিতভাবে দুধ সরবরাহ বন্ধ করল। রাজ্য সরকারের অধিগৃহীত মাদার ডেয়ারি প্রকল্প। মূলত টাকা বৃদ্ধির দাবি এবং ডিস্ট্রিবিউটরদের কমিশন বৃদ্ধির দাবতে অঘোষিতভাবে সরবরাহ বন্ধ করল মাদার ডেয়ারি। তার জেরেই নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। জানা গেছে মাদার ডেয়ারি কোম্পানির ডিস্ট্রিবিউটররা বেশ কয়েকবার তাঁদের সমস্যার সুরাহার জন্য দাবি জানিয়েছিলেন। কিন্তু কোনও দাবি মানা হয়নি বলে অভিযোগ। সে কারণেই এভাবে মাদার ডেয়ারি দুধের সাপ্লাই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তাঁরা।

তাঁদের মূলত দাবি, ডিস্ট্রিবিউটরদের যে পরিমাণ লভ্যাংশ দেওয়া হয়, তাতে তাঁরা খুশি নয়। সে কারণেই তাঁরা চাইছেন দুধের দাম বাড়ানোর জন্য। কিন্তু কর্তৃপক্ষ কোনওভাবেই দুধের দাম বাড়াতে রাজি নয়। সেকারনেই সমস্ত রাজ্যের মাদার ডেয়ারি দুধের সরবরাহ বন্ধ করে দিয়েছেন ডিস্ট্রিবিউটররা। এখন দেখার কতদ্রুত সাধারণ মানুষের স্বার্থে মাদার ডেয়ারি সাপ্লাই আবার চালু হয়। তবে হঠাৎ করে সরবরাহ বন্ধ করে দেওয়ায় এনিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

Loading

Leave a Reply