অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনের(আরকম) টাওয়ার ও ফাইবার সম্পত্তি কেনার দোরগোড়ায় মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। কারণ আরকমের দেউলিয়া নিষ্পত্তি পরিকল্পনা অনুমোদন করেছে লিডার ভারতীয় স্টেট ব্যাংক। আরকমের শাখা সংস্থা রিলায়েন্স ইনফ্রাট্রেলের হাতে থাকা টেলিকম টাওয়ার ও ফাইবার সম্পত্তি কিনতে দরপত্র দিয়েছে জিও। অন্যদিকে ইউভি অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি আরকমের স্পেক্ট্রাম, রিয়েল এস্টেট, এন্টারপ্রাইজ ও ডেটা সেন্টার ব্যবসা কেনার জন্য দরপত্র জমা দিয়েছে। আরকমের বিরুদ্ধে গত বছরের ১৮ জুন থেকে দেউলিয়া প্রক্রিয়া চলছে।
আগেই জিও এবং ইউভিএআরসিকে আরকমের বিভিন্ন সম্পত্তির জন্য সর্বোচ্চ দরপত্র প্রদানকারী হিসেবে ঘোষণা করেছিল আরকমের পাওনাদার ব্যাঙ্কগুলির কমিটি। টাওয়ার ও ফাইবার সম্পত্তি কিনতে জিও ৪,৭০০ কোটি টাকা দর দিয়েছে। অন্যদিকে আর বাকি সম্পত্তি কিনতে প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকার দরপত্র দিয়েছে ইউভিএআরসি। চলতি মাসের ১০ তারিখের মধ্যে আরকমের নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে অনিল আম্বানির সম্পত্তি কিনে নেওয়া মুকেশ আম্বানির কাছে শুধু সময়ের অপেক্ষা।
হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। ৩০০০ছুঁয়েছে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা। গতকাল আক্রান্ত সর্বাধিক। প্রায় ৫০০ ছুঁইছুঁই। ২১ দিনে লকডাউনে সব থেকে বেশি যেটা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা তাহলো পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের ক্ষেত্রে যে পরিমাণ পরীক্ষা হচ্ছে তা ভারতের জনঘনত্ব অনুযায়ী যথেষ্ট নয়। ভারতের মধ্যে সর্বপ্রথম কোন […]
শুধুমাত্র উঁচু মঞ্চ থেকে সামনের নিঃশব্দ জনতাকে সম্বোধন না করে সমালোচকদের মুখোমুখি হন। তাদের প্রশ্নের উত্তর দিন নরেন্দ্র মোদি। সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে এই মর্মে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ করলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন মানে নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। কিন্তু আমরা মনে করি এই আইনের পর এনআরসি অথবা এনপিআরের […]
আজ বিকাল তিন টেয় হাই কোর্টে শুনানি হয়ে গেল বিজিটিএ ‘র করা টিজিটি সংক্রান্ত কন্টেম্পট মামলার। শুনানির পর খুশীর আমেজ বিজিটিএ শিবিরে! উল্লেখ করা যেতে পারে যে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচারস এসোসিয়েশান বা বিজিটিএ দীর্ঘ দিন ধরে গনতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি হাইকোর্টে আইনী লড়াইয়ে অনেকগুলি মামলা জিতেছিল ট্রেন্ডড গ্র্যাজুয়েট টিচারস স্কেলের সপক্ষে। বিজিটিএ সুত্রের […]