খেলা

ফাইনালের আগে সুখবর ভারতীয় শিবিরে, র‍্যাঙ্কের শীর্ষে শেফালি

ফাইনালে খেলতে নামার আগে সুখবর এল ভারতীয় মহিলা দলে। আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতীয় ওপেনার শেফালী বর্মা। টুর্নামেন্টের সবকটি ম্যাচেই তিনি দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। তবে সবচেয়ে কম বয়সে এই জায়গায় পৌঁছে নজির গড়লেন ভারতীয় মারকুটে ওপেনার। মাত্র ১৬ বছর বয়সে মিতালি রাজের রেকর্ড স্পর্শ করলেন তিনি। শেফালি ছাড়াও ভারতের স্মৃতি মন্ধনা রয়েছেন তালিকায় ৬ নম্বরে।

বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের দৌলতে ৭৬১ পয়েন্টে পৌঁছে গিয়েছেন শেফালী। বিশ্বকাপে ৪ ম্যাচে তার সংগ্রহ ১৬১ রান। ৪০.২৫ গড়ে ও ১৬১ স্টাইক রেট নিয়ে  টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়ে গিয়েছেন তিনি। নিউজিল্যান্ড, বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রতিটি টিমের বিরুদ্ধে ওপেনার হিসেবে নেমে পড়েছেন রান পেয়েছেন তিনি। অপরাজিত হিসেবে ভারতের ফাইনালে ওঠার ক্ষেত্রে অন্যতম কাণ্ডারী নিশ্চিতভাবেই বলা যায় রোহতকের এই কন্যাকে। তবে হরিয়ানার ব্যাটিং তারকা হয়ে ওঠা শেফালি নজির সৃষ্টি করলেও অবনতি ঘটেছে দলের আরএক ওপেনার স্মৃতি মন্ধনার। চার নম্বর থেকে তিনি ৬ নম্বরে নেমেছেন। এদিকে শেফালি এক লাফে ১৯ থেকে শীর্ষে পৌঁছে যাওয়ায় নিজের  ১ নম্বর পজিশন হারালেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সুজি বেটস।

Loading

Leave a Reply