খেলা

কোহলি ওয়ান-ডের সেরা ব্যাটসম্যান, মন্তব্য স্টিভস স্মিথের

দুই ক্রিকেটারকে নিয়ে আলোচনা সর্বজনবিদিত। কে সেরা তা নিয়ে অবশ্য মতামত এর অন্ত নেই। বিভিন্ন জন নানা সময়ে বিভিন্ন মত পোষণ করেন এই দুই ক্রিকেটারকে নিয়ে। এরা হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তবে একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবার ভারতের অধিনায়ককে এমনই সার্টিফিকেট দিলেন খোদ স্টিভ স্মিথ। গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে এই দুই ব্যাটসম্যানের দ্বৈরথ নিয়ে সর্বক্ষণিক আলোচনা হয়েছে। সেখানে খোদ স্মিথই এবার কোহলির পক্ষে ব্যাটন ধরলেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন এই ব্যাটসম্যান। তখন তাঁর এক অনুগামী তাঁকে প্রশ্ন করেন, একদিনের ক্রিকেটে তাঁর দেখা সেরা ব্যাটসম্যান কে। জবাব দিতে অবশ্য খুব বেশি সময় খরচ করেননি স্মিথ। স্পষ্ট জানিয়ে দেন বিরাট কোহলি। ব্যক্তিগত দ্বৈরথের পরোয়া না করেই ভারত অধিনায়ককে ওয়ান-ডের সেরা ব্যাটসম্যানের তকমা দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। এই মুহূর্তে স্টিভ স্মিথ ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে ব্যস্ত। ১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড শেষ ওয়ানডে। তারপর তিনি আইপিএল এর জন্য রওনা দেবেন। তিনি আইপিএলের দল রাজস্থান রয়েলসের হয়ে অধিনায়কত্ব করবেন।

Loading

Leave a Reply