‘কিরণমালা’ এক সময় সকলের খুব প্রিয় সিরিয়াল ছিল। কয়েকমাস আগে তা শেষ হয়ে গেছে। কিন্তু করোনা আবহে তা ফিরেছে বলে খবর। এই সিরিয়াল আবার দেখা যাচ্ছে প্রতিদিন সকাল দশটায় স্টার জলসায়। এতে আর যাই হোক বাচ্চারা একটু আনন্দ পাবে।
প্রসঙ্গত,দেশে এখন চলছে ২১ দিনের লকডাউন। করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্যই এই ব্যবস্থা নিতে হয়েছে সরকারকে। মানুষ গৃহবন্দি হয়ে পড়ায় থমকে গিয়েছে অনেক কিছুই। তার মধ্যে টিভি সিরিয়াল, ও সিনেমার শ্যুটিংও বন্ধ। এই অবস্থায় নিজেদের টিকিয়ে রাখতে এবং মানুষকে ঘরে ভাল রাখতে সব চ্যানেলই তাঁদের পুরনো সিরিয়াল গুলোকে আবার টেলিকাস্ট করছে। তার মধ্যেই স্টার জলসার সিরিয়াল ‘কিরণমালা’ চালু করার সিদ্ধান্ত নিল।