খেলা

রঞ্জির ফাইনালে বাংলা। মুকেশের ৬ উইকেটে কর্নাটকের বিরুদ্ধে ১৭৪ রানে জয়

১৩ বছর রঞ্জি ট্রফির ফাইনালে উঠল বাংলা। মুকেশ কুমার, ঈশান পোড়েলদের দাপটে সেমিফাইনালে ১৭৪ রানে কর্ণাটককে হারাল বাংলা।দ্বিতীয় ইনিংসে মুকেশ একাই নিলেন ছ’টি উইকেট। দুটি করে উইকেট পেয়েছে ঈশান পোড়েল ও আকাশদীপ।

মুকেশ কুমারের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কর্ণাটকের ব্যাটিং লাইনআপ। চতুর্থ ইনিংসে ৩৫২ রান তাড়া করতে হত কর্ণাটককে। রবিবার তৃতীয় দিনের শেষে ৩ উইকেটে ৯৮ তুলেছিল দক্ষিনের রাজ্যটি। দরকার ছিল আরও ২৫৪ রানের। বাংলা শিবির চেয়েছিল মঙ্গলবার সকালেই সপাটে ধাক্কা দিতে।আর সেটাই হল।

দ্বিতীয় ইনিংসে কর্ণাটকের দলকে টানছিলেন দেবদত্ত পাল্লিকাল(৬২)।৪৬.৩ বলে মুকেশের বলে উইকেটের পেছনে গোষ্মীর হাতে ধরা পড়তেই কর্নাটকের ইনিংস ভেঙে পড়ে।শেষপর্যন্ত বাংলা ১৭৪ রানে জিতে ১৩ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠল বাংলা। ২০০৬-২০০৭ মরশুমে শেষবার টুর্নামেন্টের শেষ পর্যায়ে পৌঁছেছিল বাংলা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া ওই ফাইনালে সচিন তেন্ডুলকর নেতৃত্বাধীন মুম্বই-র কাছে হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বাংলা।

এবার নিয়ে মোট ১৪ বার রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছল বাংলা। ১৯৩৮-১৯৩৯ ও ১৯৮৯-১৯৯০ মরশুমে ট্রফি জেতে বাংলা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুর্দান্ত শতরানে ভর করেই শেষবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা।আরো একবার রঞ্জিচাম্পিয়ান হওয়ার সুযোগ এলো অভিমুন্য ইশ্বরনের নেতৃত্বাধীন বাংলার সামনে।

Loading

Leave a Reply