রাজ্য

রাজ্যে করোনায় আক্রান্ত ৫৩, যদিও সক্রিয় রোগী রয়েছেন ৩৪ বলে দাবি মুখ্যসচিবের

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এমনকী মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩। এমনটাই স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। যদিও রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে মোট ৫৩ জন করোনা আক্রান্ত হলেও ইতিমধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ৯জনের পরবর্তী রিপোর্ট নেগেটিভ এসেছে।

সম্ভবত আগামীকালই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এর ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪১। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকি চারজন অন্য রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু মৃত্যুর আগে কোনওভাবে তাঁরা এই করোনায় আক্রান্ত হন। যেহেতু প্রথম থেকে তাঁরা করোনায় আক্রান্ত ছিলেন না। তাই তাঁদের মৃত্যু করোনায় হয়নি বলেই দাবি করেন মুখ্য সচিব। এর ফলে রাজ্যে এই মুহূর্তে মোট ৩৪ জন সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছেন বলে মুখ্যসচিব দাবি করেন।

Loading

Leave a Reply