খেলা

৩-১ গোলে জিতে এই নিয়ে তৃতীয় বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হলোএটিকে।

আইএসএল ২০২০-র ফাইনাল চ্যাম্পিয়ন হলো এটিকে।  তারা ৩-১ গোলে হারাল চেন্নাইকে। খেলার ১০ মিনিটেই  এটিকে এগিয়ে দেন হার্নান্ডেজ।হার্নান্ডেজের জন্য ঠিকানা লেখা পাস বাড়িয়েছিলেন রয় কৃষ্ণা।তাতেই হার্নান্ডেজ  প্রথম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে স্কোরলাইন ২-০ করে ফাইনাল জয়ের পথ তৈরি করল এটিকে।উইলিয়ামসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন এডু গার্সিয়া।

এর পর খেলায় ফেরে চেন্নাই,৬৯ মিনিটে ভালসকিস গোল করে দলকে লড়াইয়ে ফেরান।
খেলার একদম শেষের দিকে ইনজুরি টাইমের ৯৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল ও দলের জন্য তৃতীয় গোল করে এটিকেকে ৩-১ গোলে এগিয়ে দেন হার্নান্ডেজ।৩-১ গোলে জিতে এই নিয়ে তৃতীয় বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হলোএটিকে।

  • সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
    সন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ চলতো পরের দিন সূর্য ওঠা পর্যন্ত। কিছুদিন থেকে শুরু হওয়া এই ঘটনায় হুগলির পোলবার ভুয়াগাছি দক্ষিণ পাড়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের মতে এর পিছনে রয়েছে ভূত। অনেকেই গ্রাম ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গিয়েছেন। স্থানীয় বাসিন্দা উত্তম বিশ্বাসের একতলা বাড়ির ছাদ থেকেই ওই শব্দ ভেসে আসতো… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
  • গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
    খানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম বেবি খাতুন, বয়স ২৯। জানা গেছে চার বছর আগে সাইফুল মল্লিকের সাথে বিয়ে হয় বেবি খাতুনের। ছয় মাসের একটি কন্যা সন্তানও আছে তাদের। সাইফুল মল্লিকের বাবার নাম মুজিবর মল্লিক। এদিন বেবি খাতুনের শ্বশুর বাড়ির লোকেরা বাপের… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
  • ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
    গোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। সপ্তমীর দিন থেকে নিখোঁজ ছিলেন সঞ্জয় সাঁতরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন হদিস পাওয়া যায়নি তার। অবশেষে ৫ দিন পর ঝুলন্ত অবস্থায় দেহ মিলল তার। গোঘাটের পশ্চিমপাড়া এলাকায় শ্বশুরবাড়িতেই থাকতেন সঞ্চয় সাঁতরা। স্থানীয়রা বলছেন পারিবারিক অশান্তির কারণে, পশ্চিমপাড়া এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যায়… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
  • সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
    পুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে জোরদার প্রচার করা হলেও প্রদীপের নিচে অন্ধকার এর মত গ্রাম পঞ্চায়েতের সামনেই সানন্দে বংশবিস্তার করে চলেছে ডেঙ্গির মশা। ঘটনাটি গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের। গোঘাট গ্রাম পঞ্চায়েতের সামনে যে মার্কেটিং কমপ্লেক্সটি রয়েছে তার পায়খানা ও বাথরুমের কোন নিকাশি ব্যবস্থাই নেই। আর সেখানেই জল… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
  • খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে
    যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে হুগলির মগড়ার কোচাটি এলাকায়। মৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস বয়স (34)। বাড়ি বলাগড় থানার অন্তর্গত শেরপুর নেতাজি কলোনিতে। পুলিশ সূত্রে খবর বিশ্বজিৎকে খুন করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান বাঁশবেড়িয়ার একটি বিবাহিত মহিলার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল অবিবাহিত বিশ্বজিতের। মাঝেমধ্যেই মহিলার বাড়িতে রাত কাটাতেন পেশায় রাজমিস্ত্রী বিশ্বজিৎ।… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে

Loading

Leave a Reply